ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ১২:১১

ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস
ফাইল ছবি

ঢাকাসহ ৪ বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (৩০ মার্চ) এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

জানা যায়, এটি শনিবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত প্রযোজ্য।

অধিদপ্তরের পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া, তাপমাত্রার বিষয় উল্লেখ করে জানায়, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এর আগে, গতকাল শুক্রবার (২৯ মার্চ) সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলা; ৩৫ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিক্লি; ২০ দশমিক ০৩ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত