ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বিশ্বকে বড় সেবা দিচ্ছে বাংলাদেশ: বিশ্বব্যাংক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০২ জুলাই ২০১৮, ১৫:৪৪

বিশ্বকে বড় সেবা দিচ্ছে বাংলাদেশ: বিশ্বব্যাংক

নিজ দেশ থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে ঠাঁই দিয়ে গোটা বিশ্বকে বড় সেবা দিচ্ছে বাংলাদেশ। এ কথা লেখা হয়েছে বিশ্বব্যাংকের ফেসবুক পোস্টে।

এই পোস্টে বাংলাদেশ সফরে এসে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয় গুতেঁরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সে খবর জানানো হয়েছে। মাঝখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দুই পাশে বিশ্বের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ দুটি আন্তর্জাতিক সংস্থার কর্তা ব্যক্তির দাঁড়ানো একটি ছবিও রয়েছে এই পোস্টে।

রোববার ১ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন গুঁতেরেস ও জিম ইয়ং। কোনও আন্তর্জাতিক কর্মসূচি ছাড়া বিশ্বের দুই প্রধান আন্তর্জাতিক সংস্থার প্রধানের একসঙ্গে এমন সফর অত্যন্ত বিরল, এমনটা উল্লেখ করে ওই পোস্টে এক মন্তব্যকারী লিখেছেন, এটা বাংলাদেশের ক্ষমতাসীন দলের সাফল্য যে বিশ্ব রাজনীতির কাছে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ করে তোলা সম্ভব হয়েছে।

রোববার ওই বৈঠকে রোহিঙ্গা সঙ্কট মোবাবেলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।

রোববার বেলা ২টা ৪১ মিনিটে প্রকাশিত এই পোস্টে এই রিপোর্ট লেখা পর্যন্ত শত শত মন্তব্য ও প্রায় দশ হাজার লাইক পড়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত