ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

মহাসড়কে দুর্ভোগ চলছেই

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০১৮, ১৫:০৮

মহাসড়কে দুর্ভোগ চলছেই

রাত পোহালেই পবিত্র ঈদ উল আজহা। তাই রাজধানী ছেড়ে প্রিয়জনের টানে বাড়ির দিকে ছুটছে মানুষ। বাসের ছাদে, ট্রাকে, পিকআপ ভ্যানে, লোকাল বাস কোথাও একটু তিল ধারণের ঠাঁই নেই।

যেহেতু দেশের সব ধরনের রুটের বাসের গন্তব্য গাবতলী বাস টার্মিনাল। সেখানে এখন শুধু ঘরমুখো মানুষের ভিড়। কেউ ভোর থেকে অপেক্ষা করছেন, কেউবা আবার রাত থেকেই টার্মিনালে অপেক্ষায় আছেন। কোনো পরিবহনই সময়মতো ছেড়ে যেতে পারছে না। শিডিউলের চার, পাঁচঘণ্টা পরেও দেখা মিলছে না কাঙ্খিত বাসের। তারপরেও বাড়ি যাওয়ার অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।

অন্যদিকে আজ রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল, মানিকনগর এলাকা থেকে চট্টগ্রাম বিভাগের সব জেলা ও সিলেটসহ ঢাকার পূর্ব দিকের জেলাগুলোর টিকিটধারী যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে যারা আগে টিকিট নেননি কিছুটা ভোগান্তিতে পড়েছেন তারা।

এ বিষয়ে এক যাত্রী বলেন, মহাসড়কে প্রত্যেক জায়গায় তীব্র যানজট। কোনো গাড়িই ঠিকমত যেতে পারছে না। রাস্তার পাশে পশুর হাট থাকায় যানজট আরো প্রকট আকার ধারণ করেছে।

এভাবে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় পড়ে থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। অন্যদিকে যারা এখনো বাসের টিকিট সংগ্রহ করতে পারেননি তাদের জন্য আরো ভোগান্তি অপেক্ষা করছে। কাউন্টারে কাউন্টারে দৌড়ঝাঁপ করেও কোনো বাসের সিট ফাঁকা পাচ্ছেন না যাত্রীরা।

রাস্তার যানজটের ব্যাপারে সোহাগ পরিবহনের গাবতলী শাখার ম্যানেজার জানান, রাস্তায় প্রচণ্ড যানজট। কোনো গাড়িই শিডিউল অনুযায়ী ছাড়তে পারছি না। কমপক্ষে ৫-৬ ঘণ্টার শিডিউল বিপর্যয়। আশাকরি আজ সন্ধ্যার পর থেকে কিছুটা স্বাভাবিক হবে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত