ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

দেশে ৩১টি নৌবন্দর নির্মাণ করা হবে : নৌমন্ত্রী

দেশে ৩১টি নৌবন্দর নির্মাণ করা হবে : নৌমন্ত্রী
শাজাহান খান

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশে ৩১টি নৌবন্দর নির্মাণ করা হবে।

শুক্রবার বিকালে পাবনার নগরবাড়ী ঘাটে নৌবন্দরের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পাবনার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি আধুনিক নৌবন্দর। যেখানে নৌ ইয়ার্ড, গোডাউন ও জেটি থাকবে। আজ তাদের সেই প্রত্যাশার ভিত্তি স্থাপন করা হলো। দেশে মোট ৩১টি আধুনিক নৌবন্দর করা হবে। তারমধ্যে পাবনার নগরবাড়ী নৌবন্দরের ভিত্তি স্থাপন করা হলো।’

প্রকল্প সূত্রে জানা গেছে, ৫১৩ কোটি টাকা ব্যয়ে ৩৫ একর জায়গার ওপর ২০২১ সালের ৩০ জুন এটি নির্মাণ করা হবে। নৌবন্দরটি নির্মাণ সম্পন্ন হলে উত্তরবঙ্গের ১৬ জেলার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ স্থাপিত হবে।

  • সর্বশেষ
  • পঠিত