ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

সংরক্ষিত নারী আসন

বুবলীকে এমপি হিসেবে দেখতে চায় নরসিংদীবাসী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৯, ১৪:৩৯  
আপডেট :
 ১৭ জানুয়ারি ২০১৯, ১৪:৪২

বুবলীকে এমপি হিসেবে দেখতে চায় নরসিংদীবাসী

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে নরসিংদীতে জনপ্রিয় পৌর মেয়র প্রয়াত লোকমান হেসেনের স্ত্রী নরসিংদী জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা তামান্না নুসরাত বুবলীকে এমপি হিসেবে দেখতে চায় নরসিংদীবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য স্ট্যাটাস দিয়ে তার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্খিরা।

সংসদ নির্বাচনের আগে-পরে নারীনেত্রী ও সুদক্ষ সংগঠক হিসেবে বুবলী আওয়ামী লীগের হয়ে দিনরাত কাজ করেছেন। সেই সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সবার মাঝে তুলে ধরছেন। প্রয়াত লোকমান হোসেনের স্ত্রী বুবলী এরই মধ্যে নরসিংদী জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ও সফল নারীনেত্রী হিসেবে সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।

দলীয় নেতাকর্মীসহ নরসিংদীবাসীও তাকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান। নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি মো. ইসাহাক খলিল বাবু বলেন, আমাদের সবার প্রত্যশা তামান্না নুসরাত বুবলী সংরক্ষিত আসনে এমপি হবেন। উনি এর যোগ্য দাবিদার। শুধু একজন লোকমান হোসেনের স্ত্রী বা উত্তরাধিকারিনী বলে নয়, রাজনীতিতে সক্রিয়তা, সোনার বাংলা গড়ার সপক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তারুণ্য নির্ভরতা, নারীর ক্ষমতায়ন, সর্বোপরি নরসিংদীর আপামর জনসাধারণের কাছে একজন প্রিয় নেত্রী হিসেবে উনার যথাযোগ্য মূল্যায়ন হোক, সেটাই আমাদের প্রত্যাশা।

নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু জানান, নরসিংদীর জনবন্ধু মেয়র লোকমান হোসেন ২০১১ সালের ১ নভেম্বর নৃশংসভাবে খুন হন। জনপ্রতিনিধি হিসেবে তিনি মানুষের মনে যেভাবে জায়গা করে নিয়েছিলেন, সেটি সমগ্র বাংলাদেশে বিরল। নরসিংদীতে জীবিত লোকমানের চাইতে প্রয়াত লোকমান যেন আরো শক্তিশালী, আরও জনপ্রিয়। লোকমানের সেই জনপ্রিয়তার স্রোতে সামনে চলে আসেন তার স্ত্রী বুবলী। তিনি এখন কেবল স্বামীর পরিচয়ে পরিচিত নন। নিজের রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা আর একনিষ্ঠতায় দিনে দিনে ছাড়িয়ে যাচ্ছেন পারিবারিক পরিচয়ের সীমা। শুধু দল নয়, সাধারণ জনগণেরও আশা বুবলী সংরক্ষিত নারী আসনে এমপি হোক।

সংরক্ষিত নারী আসনের প্রার্থী বুবলী বলেন, নরসিংদীবাসীর প্রিয় মানুষ ছিলেন লোকমান হোসেন। তিনি জনগণের জন্য কাজ করেছেন বলেই একজন জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠেছিলেন। জনপ্রিয়তা ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি সন্ত্রাসীদের হাতে খুন হন। এখনও নরসিংদীবাসী লোকমান হোসেনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। স্ত্রী হিসেবে স্বামীর আদর্শ নিয়ে মানুষের সেবা করতে চাই। নেত্রী আমাকে সেই সুযোগ দেবেন বলে আমি আশাবাদী।

গত মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে থেকে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তামান্না নুসরাত বুবলী।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত