ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

জাপানি ভাষার বক্তৃতায় সেরা ফিরোজা আশরাভী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৩

জাপানি ভাষার বক্তৃতায় সেরা ফিরোজা আশরাভী

ঢাকায় শনিবার নবম জাতীয় জাপানি ভাষার বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী বাংলাদেশের জাপানি ভাষার শিক্ষার্থীরা তাদের ভাষার বৈচিত্র, ভাষার ওপর দখল ও প্রকাশভঙ্গী দিয়ে দর্শকদের মুগ্ধ করেন।

এ প্রতিযোগিতায় ‘জীবনের সিদ্ধান্ত’ বিষয়ে বক্তব্য রেখে প্রথম স্থান অধিকার করেছেন ফিরোজা আশরাভী। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে আনিকা বেগম ও নুরুজ্জামান। পরে তাদের আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়। এই প্রতিযোগিতায় মোট ১৫ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন।

জাপান দূতাবাস ও জাপানিজ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ’র যৌথ উদ্যোগে এই বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর পৃষ্ঠপোষকতায় ছিলো জাপানি প্রতিষ্ঠান গ্রামীণ ইউনিক্লো, জাপানি রেস্টুরেন্ট নাগাসাকি, নিসসেনকেন কোয়ালিটি এভালুয়েশন সেন্টার, রোহতো মেন্থোলেটাম বাংলাদেশ এন্ড জাপানিজ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন ইন ঢাকা।

বাংলাদেশে বর্তমানে ৪৮০০ জাপানি ভাষার শিক্ষার্থী রয়েছে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত