ঢাকা, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

গ্যাস লাইনে ত্রুটি, সড়কে দুই গাড়িতে আগুন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৩

গ্যাস লাইনে ত্রুটি, সড়কে দুই গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর সড়কের নিচের গ্যাস লাইনের ত্রুটি থেকে একটি বাস ও একটি প্রাইভেটকারে আগুন ধরে আটজন আহত হয়েছেন।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে এই ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সড়কের একটি ম্যানহোলের উপর আট নম্বর রুটের একটি বাস থামলে আগুন লাগে। এসময় পেছনে থাকা একটি প্রাইভেটকারেও আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট গিয়ে গাড়ি দুটির আগুন নেভায়।

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মৃত্যুঞ্জয় সঞ্জয় বলেন, বাসে আগুন লাগলে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আটজন আহত হয়। এদের মধ্যে ছয়জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজান বলেন, ধারণা করা হচ্ছে গ্যাস লাইনে ছিদ্র থাকায় গাড়ির ইঞ্জিনের সঙ্গে সংযোগের কারণে আগুনের ঘটনা ঘটেছে।

এই ঘটনার পর ফায়ার সার্ভিস ও গ্যাস কর্তৃপক্ষের কর্মীরা সড়কের ওই অংশ ঘিরে লাইন মেরামতের কাজ শুরু করে।

এই কারণ নিউ মার্কেট-গাবতলীর ওই পথে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটছে বলে জানান ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার মো. শফিকুর রহমান।

ধানমন্ডি ২৭ নম্বর থেকে আসাদগেট যাওয়ার সড়কটি ঘিরে রেখেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। তবে বিপরীত দিকে মিরপুর রোডে যানচলাচল করছে।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত