ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৬ মিনিট আগে
শিরোনাম

ফের বাড়ছে আগুন, নিয়ন্ত্রণে হেলিকপ্টার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:২৮

ফের বাড়ছে আগুন, নিয়ন্ত্রণে হেলিকপ্টার

রাজধানীর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার দিয়ে পানি ছেটানো হচ্ছে বলে জানিয়েছেন এয়ার কমোডর মো. জাহিদ হোসেন। এয়ার কমোডর মো. জাহিদ হোসেন বলেন, বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার এনে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।

বিমান বাহিনীর প্রশাসনিক কর্মকর্তা (ফায়ার সার্ভিস ইনচার্জ) স্কোয়াডন লিডার সঞ্জিব চৌধুরী বলেন, পানি স্বল্পতার খবর পেয়ে বিমান বাহিনীর পক্ষ থেকে সড়ক পথে চার গাড়ি পানি পাঠানো হয়েছে।

এছাড়া, দুইটি হেলিকপ্টার আকাশে উড়ছে। কাউকে রেসকিউ করার প্রয়োজন হলে কিংবা ওপর থেকে পানি দেওয়ার প্রয়োজন হলে। আরও ৪টি হেলিকপ্টার স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

এর আগে বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড হয়। এলাকাবাসী বলছে, ওই ভবনের কেমিক্যাল কারখানা থেকে আগুন ছড়িয়েছে। কারও কারও মতে, বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়ায়। একটি ভবনের আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি বহুতল ভবনে। এ আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট।

  • সর্বশেষ
  • পঠিত