ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ফল যাই হোক মেনে নেয়ার ঘোষণা শাফিনের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫১  
আপডেট :
 ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫১

ফল যাই হোক মেনে নেয়ার ঘোষণা শাফিনের

ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী গায়ক শাফিন আহমেদ বৃহস্পতিবারের ভোটগ্রহণে দুপুরের দিকে কিছু অনিয়মের অভিযোগ করলেও সন্ধ্যায় বলেছেন, ফল যাই হোক তিনি তা মেনে নেবেন।

তিনি বলেন, ‘কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনে বড় ধরনের কোনো অনিয়ম হয়নি এবং জয়-পরাজয় ঘটবে স্বল্প ভোটের ব্যবধানে।’

ভোটগ্রহণ শেষে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শাফিন আরো বলেন, ‘ফল যাই হোক আমি তা মেনে নেব।’

তিনি জানান, খারাপ আবহাওয়ার কারণে সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বিকালের দিকে তা অনেক বেড়েছিল। যদিও দিনের শুরুতে আমার কিছুটা উদ্বেগ ছিল, কিন্তু দিন শেষে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

এর আগে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর গুলশান এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট দেন শাফিন। তখন তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে ভোটগ্রহণে কিছু অনিয়মের অভিযোগ তুলেন। তবে তিনি সেগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে শাফিন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম (নৌকা), এনপিপি’র আনিসুর রহমান (আম), পিডিপি’র শাহীন খান (বাঘ) ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম (টেবিল ঘড়ি)।

  • সর্বশেষ
  • পঠিত