ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ৫ প্রার্থীকে জরিমানা

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২০ মার্চ ২০১৯, ১০:৩৯

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ৫ প্রার্থীকে জরিমানা

কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫ প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দিবাগত রাত ৮টার পর থেকে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ রাহাত।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হোছাইন ইব্রাহীমকে (নৌকা) ৮ হাজার টাকা, সতন্ত্র প্রার্থী মোহাম্মদ শরীফ বাদশাকে (আনারস) ১৫ হাজার টাকা, সাজেদুল করিমকে (দোয়াত-কলম) ৮ হাজার টাকা, নারী ভাইস-চেয়ারম্যান প্রার্থী মনোয়ারা কাজলকে (কলসি) ৮ হাজার টাকা ও অপর এক ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, প্রার্থীদের কেউ আচরণবিধি লঙ্ঘন করে বিপুল গাড়ি বহর নিয়ে শোডাউন করে, কেউ আবার গভীর রাতে গাড়িতে মাইক দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল।

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ রাহাত জানান, আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে মহেশখালীতে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে মহেশখালীতে ভ্রাম্যমান আদালত সক্রিয় রয়েছে।

তিনি আরও বলেন, রাতে তথ্য আসে যে, বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। খবর পেয়ে দ্রুত অভিযান চালানো হয়। এতে মহেশখালী পৌরসভা, বড় মহেশখালী, হোয়ানক, মাতারবাড়ি ও আশপাশের ইউনিয়নে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৫ প্রার্থীকে অর্থদণ্ড দেয় আদালত। একই সাথে তাদেরকে বিধি লঙ্ঘন না করার জন্য সতর্ক করা হয়।

এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জামিরুল ইসলাম জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

বুধবার প্রার্থীদের নিয়ে এ সংক্রান্ত একটি সভা আহবান করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত