ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

আওয়ামী লীগের দুই ‘বিদ্রোহী’র ভোট বর্জন

  মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ মার্চ ২০১৯, ১৩:২৪  
আপডেট :
 ২৪ মার্চ ২০১৯, ১৩:৩০

আওয়ামী লীগের দুই ‘বিদ্রোহী’র ভোট বর্জন

নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে জাল ভোট এবং এজেন্টদের কাজে বাধা দেওয়ার অভিযোগে মানিকগঞ্জের দৌলতপুরে আওয়ামী লীগের দুই ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তারা এ ঘোষণা দেন।

ভোট বর্জনকারী দুই প্রার্থী হলেন- জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল কাদের (আনারস প্রতীক) ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান (ঘোড়া প্রতীক)।

আমিনুর রহমানের অভিযোগ, সকালে ভোট শুরুর পর উপজেলার বিভিন্ন কেন্দ্রে নৌকার প্রার্থী নূরুল ইসলাম ওরফে রাজার পক্ষে জাল ভোট দেওয়া হয়। কয়েকটি কেন্দ্রে তাঁর (আমিনুর) এজেন্টদের কাজে বাধা দেওয়া হয়। এ কারণে তিনি নির্বাচন বর্জন করেছেন।

অপর বিদ্রোহী প্রার্থী আবদুল কাদেরের অভিযোগ, জিয়নপুর, বাচামারা, খলসী, কলিয়া ও দৌলতপুর সদর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে নৌকার প্রার্থীর পক্ষে জাল ভোট এবং কেন্দ্র থেকে তাঁরসহ অন্য প্রার্থীর এজেন্টদের কাজ করতে বাধা দেওয়া হয়েছে। বিষয়টি নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানোর হলেও কোনো ফল হয়নি। তাই ভোট বর্জন করেছেন তিনি।

ওই উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম রাজা।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত