ঢাকা, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

ওমরাহ পালনে সৌদি গেলেন মেনন দম্পতি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৯, ০২:৫১

ওমরাহ পালনে সৌদি গেলেন মেনন দম্পতি

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে স্ত্রী লুৎফুন্নেসা খানসহ সৌদি আরব গেলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। বুধবার রাতে জেদ্দার উদ্দেশে বাংলাদেশ বিমানের বিজি-০৩৫ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা।

ওয়ার্কার্স পার্টির দলীয় সূত্র জানায়, রাশেদ খান মেনন ও তার স্ত্রী জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি লুৎফুন্নেসা খান বিউটি বুধবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। ওমরাহ শেষে আগামী ১১ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে।

গত মাসের শুরুর দিকে ধর্মীয় বিষয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন বামপন্থী এ রাজনীতিবিদ। কওমি মাদ্রাসা ও হেফাজতে ইসলাম বিষয়ে সংসদে দেয়া তার বক্তব্যে ক্ষোভ সৃষ্টি হয় ধর্মীয় অঙ্গনে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যকে ‘ধৃষ্টতা’ আখ্যায়িত করে তা এক্সপাঞ্জ করারও দাবি জানিয়েছিলেন ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।

প্রসঙ্গত, ২০১৪ সালে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে হজ পালন করেন রাশেদ খান মেনন।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত