ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ইউপি নির্বাচনে হিরণ ও মিজান নির্বাচিত

  রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুলাই ২০১৯, ১০:৪৯

ইউপি নির্বাচনে হিরণ ও মিজান নির্বাচিত

লক্ষ্মীপুরের কমলনগর-রামগতিতে উপ-নির্বাচনে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ শেষ হয়েছে। এতে আহসান উল্লাহ হিরণ ও হাসান মাকসুদ মিজান নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন ।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো.আখতারুজ্জামান জানান, চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে চর লরেন্স ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসান উল্যাহ হিরণ নৌকা প্রতীকে ২ হাজার ৮২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৪৩৭ ভোট।

রামগতিতে বড় খেরি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হাসান মাকসুদ মিজান নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মিরাজ (আনারস) পেয়েছেন ২ হাজার ২২২ ভোট।

উল্লেখ্য, কমলনগরে চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় এবং রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত্যুবরণ করায় এই ২টি পদ শূূূন্য হওয়ায় উপ-নির্বাচনে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত