ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন ইউপি সদস্য

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০১৯, ১০:২৬

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন ইউপি সদস্য

আত্মগোপনে থেকে প্রতিপক্ষ লোকজনকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন ইউপি সদস্য আবদুল হালিম মোল্যা (৫০)। মাগুরার মহম্মদপুর উপজেলায় মহম্মদপুরে এ ঘটনা ঘটে।

অপহরণের মিথ্যা নাটক করে আত্মগোপনে ছিলেন তিনি। অবশেষে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাগুরা সদর উপজেলার আলোকদিয়া বাজার থেকে হালিমকে উদ্ধার করে পুলিশ।

আবদুল হালিম মোল্যা মহম্মদপুর উপজেলার রাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল হালিম প্রতিপক্ষের লোকজনকে ফাঁসানোর জন্য গত বৃহস্পতিবার আত্মগোপনে যান। বাড়িতে ফোন করে বলেন তাকে কিছু লোক অপহরণ করে আটকে রেখেছে এবং মুক্তিপণ হিসাবে ৫ লাখ টাকা দাবি করছে।

শুক্রবার সকালে হালিমের পরিবার ঘটনাটি মহম্মদপুর থানা পুলিশকে অবহিত করে একটি সাধারণ ডায়েরি করে। পরে মাগুরা জেলা পুলিশ সুপার এবং সিনিয়র সহকারী পুলিশ সুপারের সার্বিক সহযোগিতায় অপহরণের মিথ্যা নাটক সৃষ্টিকারীকে আলোকদিয়া বাজার থেকে উদ্ধার করা হয়।

মহম্মদপুর থানার ওসি তারকনাথ বিশ্বাস বলেন, ইউপি সদস্য হালিম মোল্যা প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য অপহরণের নাটক করেছে। এটা তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

  • সর্বশেষ
  • পঠিত