ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৮

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়ার মাদক মামলায় মিল্টন হোসেন নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে আরো ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মিল্টন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী এলাকার খোশবার আলীর ছেলে।

আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতের দৌলতপুর থানা পুলিশ জানতে পারে একজন লোক বোয়ালিয়া হতে পাকা রাস্তা দিয়ে পঁচামাদিয়ার দিকে হেরোইন বিক্রি করার উদ্দেশ্যে বহন করে নিয়ে আসছে। পুলিশ পঁচামাদিয়া সাহেবপাড়া জামে মসজিদের পাশে আত্মগোপন করে থাকেন। পুলিশের উপস্থিতি দেখে মিল্টন দৌড়ে পালানের চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে আটক করে এবং তার দেহ তল্লাশী করে প্যান্টের পিছনের বাম পকেটের মধ্য হতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ৬০ (ষাট) গ্রাম হেরোইন উদ্ধার করে।

এ ঘটনায় এসআই (নিঃ) শরিফুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নম্বর-২৬, তারিখঃ ১৯/০৪/২০১৮।

রাষ্ট্র পক্ষের আইনজীবি (পি.পি) অনুপ কুমার নন্দী জানান, দালিলিক ও মৌখিক সাক্ষ্য পর্যালোচনায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিলের ১(খ) ক্রমিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১(এক) বছর সশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়।

আসামী পক্ষের আইনজীবি ছিলেন এ্যাডভোকেট মোঃ এনামুল হক।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত