ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৯ মিনিট আগে
শিরোনাম

‘দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না’

‘দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না’

রাজনীতিবিদ, চাকরিজীবী বা নির্বাচিত প্রতিনিধি কিংবা কারা কর্মকর্তারা দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রচলিত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইউএনওডিসি আয়োজিত কারাবন্দিদের জন্য তৈরি ডাটাবেস উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।

আসাদুজ্জামান খান বলেন, ‘পরিষ্কার কথা-যে দুর্নীতি করবে, হোক রাজনীতিবিদ, নির্বাচিত প্রতিনিধি, চাকরিজীবী কিংবা কারা কর্মকর্তা, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কারাগারে যে শুদ্ধি অভিযান চলছিল, সেটা চলবে।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি সন্ত্রাসের পর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এখন তিনি দুর্নীতি পরায়ণ ব্যক্তিদেরকে সতর্ক করেছেন, তিনি কোনো দুর্নীতিকে বরদাস্ত করবেন না।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার এবং জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত