ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

৩৬তম মৃত্যুবার্ষিকীতে মানবেন্দ্র লারমাকে স্মরণ

  রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০১৯, ১৬:২৫

৩৬তম মৃত্যুবার্ষিকীতে মানবেন্দ্র লারমাকে স্মরণ

আজ ১০ নভেম্বর সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার মৃত্যুবার্ষিকী। ১৯৮৩ সালে এ দিনে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা ভারত সীমান্তবর্তী এলাকায় তিনি আততায়ীর গুলিতে নিহত হন।

দিবসটি উপলক্ষে রাঙামাটিতে প্রভাত ফেরী, অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও আকাশ প্রদীপ উত্তোলনের কর্মসূচি গ্রহণ করেছে জেএসএসসহ সহযোগী সংগঠনগুলো।

দিনটি উপলক্ষে রোববার সকাল ৮টায় রাঙামাটি শিল্পকলা একাডেমী হতে প্রভাত ফেরী বের করা হয়। এ প্রভাত ফেরী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্প ঘুরে এসে শিল্পকলা প্রাঙ্গণে এম এন লারমার অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে।

জেএসএস কেন্দ্রীয় সহ-সভাপতি উষাতন তালুকদার, সদস্য গৌতম চাকমা, নিকোলাই পাংখোয়া, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, আদিবাসী ফোরামের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, অধ্যাপক মংসানু চৌধুরী আলোচনা সভায় বক্তব্য রাখেন।

এর আগে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এম এন লারমার অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বসাধারণ।

এন এন লারমা পাহাড়ে ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীকে একত্র করে তাদের অধিকার আদায়ের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তাই এম এন লারমাকে জুম্ম জাতির অগ্রদূত বলে থাকেন ক্ষুদ্র গোষ্ঠীর মানুষ।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত