ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

বালিশকাণ্ডে আরও ২ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০১৯, ১১:৩০  
আপডেট :
 ১১ নভেম্বর ২০১৯, ১১:৪০

বালিশকাণ্ডে আরও ২ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বহুল আলোচিত বালিশকাণ্ড ও বিভিন্ন দুর্নীতি অনুসন্ধানে পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহাসহ দুই প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তাদের জিজ্ঞাসাবাদ করছেন দুদকের প্রধান কার্যালয়ে উপ-পরিচালক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম।

আজ সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টা ‍থেকে সেগুনবাগিচার দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের একটি সূত্র।

এর আগে, গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) গণপূর্ত অধিদপ্তরের সাত প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করে দুদক। তারা হলেন গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, পাবনা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশল মো. শফিকুল ইসলাম ও সুমন কুমার নন্দী, রাজশাহী গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জিল্লুর রহমান, পাবনা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আহমেদ সাজ্জাদ খান, পাবনা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহীন উদ্দিন ও মো. জাহিদুল করিম।

এছাড়া, ৬ নভেম্বর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (বর্তমানে ওএসডি) মাসুদুল আলমসহ সাত প্রকৌশলীকে এ সংক্রান্ত দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করে দুদক। ৩ নভেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক শৌকত আকবর ও উপ-প্রকল্প পরিচালক মো. হাসিনুর রহমানসহ মোট ৩৩ জন প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ পাঠায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বাংলাদেশ জার্নাল/এসবি

  • সর্বশেষ
  • পঠিত