ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

রেলওয়ের অবৈধ দখলদার উচ্ছেদ শুরু

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৯, ১৩:৪০  
আপডেট :
 ১৮ নভেম্বর ২০১৯, ১৪:২৭

রেলওয়ের অবৈধ দখলদার উচ্ছেদ শুরু

ময়মনসিংহে রেলওয়ের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করে রেলওয়ের ভূ-সম্পদ বিভাগ। ইতোমধ্যেই এসব স্থাপনা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এদিকে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার আগেই কয়েক হাজার অবৈধ স্থাপনা সরিয়ে নিয়েছে দখলকারীরা।

বাংলাদেশ রেলওয়ে ভূ-সম্পদ বিভাগের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ রেলওয়ের আনুমানিক ২০-২৫ একর জায়গা পুরোপুরি অবৈধ দখলদারদের দখলে রয়েছে। এই পুরো জায়গা দখলমুক্ত করা হবে।

রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা এস এম সালাউদ্দিন জানান, মূলত রেল স্টেশন এলাকা সুন্দর ও পরিচ্ছন্ন করতে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এছাড়া ভবিষ্যতে এই উদ্ধারকৃত জায়গা রেলের বানিজ্যিক কাজে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

এই উচ্ছেদ অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনী(আরএনবি)'র বিপুল পরিমান সদস্য ছাড়াও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসবি

  • সর্বশেষ
  • পঠিত