ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৮ মিনিট আগে
শিরোনাম

রায়পুরে ১২০ টাকায় লবণ বিক্রি,২ ব্যবসায়ীকে জরিমানা

  রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৯, ২১:২৫

রায়পুরে ১২০ টাকায় লবণ বিক্রি,২ ব্যবসায়ীকে জরিমানা

রায়পুরে লবণের দাম বৃদ্ধির গুজব ও অতিরিক্ত দামে লবণ বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরীর নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন দোকানে এ অভিযান চালানো হয়।

এসময় ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে শহরের বাজার এলাকার আলম ভূইঁয়ার পাইকারী দোকান থেকে ৫০ হাজার ও খালেক অ্যান্ড সন্সে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ব্যাবসায়ীদের তাদের দোকানে বিক্রয় তালিকা মূল্য ও মজুদ পণ্যের তালিকা টাঙ্গানোর নির্দেশ দেন। এসময় রায়পুর থানার ওসি মো. তোতা মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরীন চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে লক্ষ্মীপুরে লবণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করেছে জেলা ছাত্রলীগ। জেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে সচেতন করতে এ মাইকিং করে তারা।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত