ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

বালিশকাণ্ড: দুই ঠিকাদারকে দুদকে জিজ্ঞাসাবাদ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০১৯, ১৬:৩৭  
আপডেট :
 ২০ নভেম্বর ২০১৯, ১৬:৩৮

বালিশকাণ্ড: দুই ঠিকাদারকে দুদকে জিজ্ঞাসাবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক প্রকল্পে অস্বাভাবিক ব্যয় ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সকালে ঠিকাদারি প্রতিষ্ঠান সাজিন এন্টারপ্রাইজ ও মজিদ সন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন ও শাহাদাৎ হোসেনকে জিজ্ঞাসবাদ করেন তদন্ত কর্মকর্তারা।

রূপপুরে ছয়টি প্যাকেজের ১৪৬ কোটি টাকার তিনটি কাজ পেয়েছে সাজিন এন্টারপ্রাইজ। মজিদ সন্স লিমিটেড পেয়েছে একটি কাজ।

গত বছরের অক্টোবরে সাজিন এন্টারপ্রাইজের তিনটি কাজের মধ্যে একটির জন্য ২৯ কোটি ১৪ লাখ টাকার বিল পরিশোধ করা হয়েছে। তহবিল সংকটের কারণে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো বিল নিতে পারেনি।

তবে এখন গণপূর্ত মন্ত্রণালয় চিঠি দিয়ে বিল দিতে নিষেধ করেছে। পূর্ত মন্ত্রণালয়ের তদন্ত রিপোর্টে বলা হয়, অস্বাভাবিক মূল্যে আসবাব কেনার কারণে সরকারের ৩৬ কোটি টাকা ক্ষতি হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত