প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২০, ০৯:৪১
৮ মাসের মাথায় একইস্থানে একইভাবে দুই ভাইয়ের মৃত্যু
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার যাত্রী আল আমীন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে মাধবপুরের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের নোয়াহাটি মনতলায় এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
নিহত আল আমীন উপজেলার তেলিয়াপাড়া বডিং এলাকার ইউনুস মিয়ার ছেলে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন।
পুলিশ জানায়, রাতের দিকে আল আমীন একটি সিএনজি চালিত অটোরিকশায় তার শ্বশুরবাড়ি মনতলার সুলতানপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে ফরহাদপুর নামক এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লাগলে আল আমীন ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে।
প্রসঙ্গত, গত ৮ মাস আগে নিহত আল আমীনের বড় ভাই ফরিদ মিয়াও তেলিয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় একইভাবে মারা যান।
আরও পড়ুন- নভেম্বরে করোনায় মৃত্যু ৭২১, সড়কে ৪৮৬
বাংলাদেশ জার্নাল/আর/ওয়াইএ