ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৭ মিনিট আগে
শিরোনাম

শোক দিবসের কর্মসূচিতে অনুপস্থিত ২৫ শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০১৯, ১৭:২৭  
আপডেট :
 ১৭ আগস্ট ২০১৯, ১৭:২৯

শোক দিবসের কর্মসূচিতে অনুপস্থিত ২৫ শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচিতে পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের ২৫ জন শিক্ষক অনুপস্থিত ছিলেন। আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাত্র ১৩ জন শিক্ষক।

এ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে নিন্দার ঝড়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথভাবে পালন করেছে, অথচ শহীদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষসহ ২৫ জন শিক্ষকের ঘুম-ই ভাঙে নাই, এটা বড় লজ্জার কথা। স্বাধীনতার মহান স্থপতির শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে সিংহভাগ শিক্ষকের উপস্থিত না থাকাটা আমার কাছে শাস্তিযাগ্য অপরাধ বলে মনে হয়।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট তার ফেসবুক পেজে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘জাতির পিতার প্রতি এমন অবজ্ঞা সহ্য করা যায় না। এর বিচার চাই।’

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ এসএম আব্দুল কুদ্দুস জানান, তিনি ছুটিতে ছিলেন। উপাধ্যক্ষ নিশামুল হাবীব দায়িত্বে ছিলেন।

তিনি জানান, তার জানামতে কর্মসূচি সঠিকভাবে পালিত হয়েছে। কিছু শিক্ষকের অনুপস্থিতির ব্যাপারে খোঁজ নেবেন।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত