ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

টাঙ্গাইলে কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২১ আগস্ট ২০১৯, ১৫:৫০

টাঙ্গাইলে কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা

টাঙ্গাইলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমছে। উল্লেখযোগ্যসংখ্যক রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। জটিল ডেঙ্গুতে আক্রান্ত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হলেও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

টাঙ্গাইলের সিভিল সার্জন শরীফ হোসেন খান এসব তথ্য জানান।

তিনি জানান, জেলায় সর্বমোট ৩৬৪ জন ডেঙ্গু রোগী আক্রন্ত হয়ে ভর্তি হয়। এর মধ্যে ২৭৩ জন চিকিৎসা শেষে সুস্থ বাড়ি ফিরেছে। ৪১ জনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছে।

টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. সদর উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নতুন আরো ১১ রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০ জনে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত