শাহ্জালাল ইসলামী ব্যাংকের হজ বুথ ও ফ্রি মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৩, ১৪:৩০ আপডেট : ২১ মে ২০২৩, ১৪:৪২

হজ পরিপালনের প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা প্রদানের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে একটি হজ বুথ এবং মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে।
|আরো খবর
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উক্ত ক্যাম্পে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে হজ গমনেচ্ছুদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে হজ গমনেচ্ছুদের মাঝে হজ গাইড এবং ৩০ হাজার পিস ছাতা প্রদান করা হবে।
রোববার শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উক্ত বুথ, মেডিকেল ক্যাম্পের উদ্বোধন এবং হজ যাত্রীদের সেবার জন্য প্রদত্ত দ্রব্যসামগ্রী হস্তান্তর করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন, ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবুহানিফ এবং আশকোনা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২২ বছর পূর্তি উদযাপন
বাংলাদেশ জার্নাল/এমপি