ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

শিক্ষার্থীদের জন্য থাকছে না আর বই!

  হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ১৬:১৫

শিক্ষার্থীদের জন্য থাকছে না আর বই!
প্রতীকী ছবি

বর্তমান সরকার যোগাযোগ ও শিক্ষায় যে বৈপ্লবিক পরির্বতন এনেছেন, সেটার উপর ভিত্তি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, আগামী ৫ বছরের মধ্যে শিক্ষার্থীরাই বইয়ের পরিবর্তে কম্পিউটার নিয়ে বিদ্যালয়ে আসবে।

শনিবার চুনারুঘাট সরকারি কলেজের ৬তলা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ কথা বলেন।

মাহবুব আলী বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এ দেশ সোনার বাংলা হবে। আপনাদের ছেলে মেয়েরা আজ বই খাতা নিয়ে বিদ্যালয়ে আসে। আগামী ৫ বছরের মধ্যে তাদের আর বই খাতা নিয়ে বিদ্যালয়ে আসতে হবেনা। তারা কম্পিউটার নিয়ে বিদ্যালয়ে আসবে। বর্তমান সরকার যোগাযোগ ও শিক্ষায় বৈপ্লবিক পরির্বতন এনেছেন।

কলেজের অধ্যক্ষ অশিত কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির লস্কর ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত