ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

বাঙলা কলেজে শুরু হচ্ছে অনলাইন ক্লাস

  জাফর ইকবাল

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২০, ১২:৩৮

বাঙলা কলেজে শুরু হচ্ছে অনলাইন ক্লাস
ফাইল ছবি

করোনা পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এতে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আর এ পরিস্থিতিতে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতে রাজধানীর সরকারি বাঙলা কলেজের বিভাগভিত্তিক উচ্চ মাধ্যমিকের ক্লাস অনলাইন নেয়ার নির্দেশ দিয়েছেন কলেজের অধ্যক্ষ ড. ফেরদৌসী খান।

আগামী কয়েকদিনের মধ্যে এ কার্যক্রম শুরু হবে। আর এরপর ২৫ মার্চের পর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় বন্ধের সময় বাড়ানো হলে স্নাতক পর্যায়েও ক্লাস শুরু হবে।

শুক্রবার সার্বিক বিষয়ে কথা হয় কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খানের সঙ্গে। তিনি বলেন, ‘প্রথম পর্যায়ে আমরা উচ্চ মাধ্যমিকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রস্তুতি শেষের পথে। দ্রুতই ক্লাস শুরু হবে। এরপর ২৫ মার্চের পর যদি আবারো ছুটি বাড়ানো হয় তাহলে স্নাতক পর্যায়েও ক্লাস শুরুর বিষয়ে ভাবছি। আমরা চাইনা কোনোভাবেই শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হোক।’

এদিকে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি বাঙলা কলেজের বিভাগীয় প্রধানদের জানানো যাচ্ছে যে, দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারণে সংকটময় সময়ে অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষাকার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে বিভাগ ভিত্তিক ফেসবুক গ্রুপ তৈরি করার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া ওই বিজ্ঞপ্তিতে বিভাগভিত্তিক ফেসবুক গ্রুপে সংশ্লিষ্ট বিভাগের সব শিক্ষক ও শিক্ষার্থীদের যুক্ত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত