ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

জাতীয় অধ্যাপক নিয়োগের সুপারিশ করতে তিন মন্ত্রীকে নিয়ে কমিটি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২০, ২০:০৪

জাতীয় অধ্যাপক নিয়োগের সুপারিশ করতে তিন মন্ত্রীকে নিয়ে কমিটি

জাতীয় অধ্যাপক নিয়োগের সুপারিশ করতে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে সরকার। কমিটিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া দুইজন মন্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সদস্য হিসেবে রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।

শিক্ষামন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটিতে সদস্য হিসেবে আছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় অধ্যাপক (নিয়োগ, শর্তাবলী ও সুবিধাদী) সিদ্ধান্তমালা-১৯৮১ সংশোধিত অনুযায়ী জাতীয় অধ্যাপক নিয়োগের সুপারিশ করবে এ নির্বাচন কমিটি।

একে/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত