ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

বিপাকে প্রাথমিক শিক্ষকরা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২১, ১৮:৫৪  
আপডেট :
 ১৮ জানুয়ারি ২০২১, ১৯:০৩

বিপাকে প্রাথমিক শিক্ষকরা
প্রতীকী ছবি

প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকার জন্য ‘ডাটা এন্ট্রি’ করতে গিয়ে বিপাকে পড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সার্ভার জটিলতা, ইন্টারনেট সমস্যা, অভিভাবকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল নাম্বার বিভ্রাটের কারণে তথ্য আপলোড করতে গিয়ে দুর্ভোগে পড়েছেন।

জানা যায়, এসব সমস্যার কারণে তথ্য সংগ্রহের সময় আরেক দফা তথা ২৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে দ্বিতীয় দফায় বর্ধিত সময়ের মধ্যেও তথ্য আপলোড করা সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষকরা।

বান্দরবন জেলার একটি প্রাথমিকের সহকারী শিক্ষক আবু ফারুক বলেন, ‘নগদে শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। অনেক সময় কাজ করে সেভ অপশনে ক্লিক করলেও আপলোড সম্পন্ন হচ্ছে না। এর উপর অধিদপ্তর যে সময় দিয়েছে তাতে সব কাজ শেষ করা সম্ভব নয়। এমন পরিস্থিতি হলে অনেক শিক্ষার্থী উপবৃত্তি থেকে বাদ পড়তে পারে।’

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী বলেন, ‘৬৬ হাজার স্কুলের মধ্যে ২২ হাজার স্কুলের শিক্ষার্থীদের তথ্য আপলোড শেষ হয়েছে। ‘নগদ’র সার্ভারের মাধ্যমে নতুন করে তথ্য আপলোড করায় মাঠ পর্যায়ে সমস্যা হচ্ছে। যে কারণে ২৫ জানুয়ারি পর্যন্ত আরেক দফা সময় বাড়ানো হয়েছে। আগে উপজেলা পর্যায়ে ডাটা এন্ট্রি হতো, এবার স্কুল থেকে আপলোড করা হচ্ছে। শিক্ষকরা প্রশিক্ষিত ছিলেন না। তাদের তথ্য আপলোড শেখানো হয়েছে। এখন দ্রুত কাজ হচ্ছে।’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত