ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

ইংরেজি মিডিয়ামে হচ্ছে না পাবলিক পরীক্ষা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২১, ১৭:৪১  
আপডেট :
 ১৬ মার্চ ২০২১, ১৮:২১

ইংরেজি মিডিয়ামে হচ্ছে না পাবলিক পরীক্ষা
ফাইল ছবি

আগামী এপ্রিল মাসে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থী-শিক্ষকের সুরক্ষার লক্ষে ক্যামব্রিজ পদ্ধতির কোন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এতে স্বাক্ষর করেন উপসচিব আনোয়ারুল হক।

আদেশে বলা হয়, এখনো কোভিড-১৯ পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে না আসায় দেশের বাংলা মিডিয়াম ও সাধারণ ধারার শিক্ষাপ্রতিষ্ঠানে আপাতত কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। অন্যদিকে বর্তমানে কোভিড ১৯ এর কারণে যুক্তরাজ্য এবং আমাদের প্রতিবেশী অন্যান্য দেশেও ক্যামব্রিজ পদ্ধতির পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সার্বিক বিবেচনায় এ সময়ে আমাদের দেশেও এ পরীক্ষা গ্রহণ করা যুক্তিযুক্ত হবে না মর্মে প্রতীয়মান হওয়ায় ২০২১ সালের এপ্রিল হতে অনুষ্ঠেয় ক্যামব্রিজ পদ্ধতির ‘ও’ এবং ‘এ’ লেভেল এর পরীক্ষাসমূহ গ্রহণ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

একে/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত