ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

নবীন শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহবান মাউশি ডিজির

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২২, ১৯:৪৪

নবীন শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহবান মাউশি ডিজির

মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হতে হবে। তোমাদের বুকের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা ধারণ করতে হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ আয়োজিত ২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এদিন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ প্রধান অধ্যক্ষ লে. কর্নেল মো. মিজানুর রহমান স্বাগত বক্তব্যের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ মো. মিজানুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সার্থকতা লাভ করাই জীবনের প্রধান উদ্দেশ্য নয়। জীবনের প্রধান লক্ষ্য, বিবেকবুদ্ধিসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা। জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তোমাদের মেধাবী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।

বাংলাদেশ জার্নাল/একে/আরকে

  • সর্বশেষ
  • পঠিত