ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৫ মিনিট আগে
শিরোনাম

শিক্ষককে স্কুল থেকে বের করে দিলেন ছাত্রলীগ নেতা

শিক্ষককে স্কুল থেকে বের করে দিলেন ছাত্রলীগ নেতা

রংপুরে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদ করায় শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। শনিবার দুপুরে কারমাইকেল কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্কুলটির প্রধান শিক্ষক নিশাদ নাহার জানান, স্কুলের শ্রেণির কক্ষে ঢুকে তৃতীয় শ্রেণির ছাত্র রাশেদকে মারধর করেন কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পাভেল রহমান হিমেল। এতে বাধা দিলে শ্রেণি শিক্ষক গোলাম মোস্তফাকে লাঞ্ছিত করে স্কুল থেকে বের করে দেয় সে।

পাশাপাশি সকল শিক্ষার্থীকে বের করে স্কুলে তালা ঝুলিয়ে দেয়ার হুমকি দেয় হিমেল। এদিকে অভিযুক্ত হিমেলের দাবি, তার বড় ভাইয়ের মেয়েকে মারধর করায় তৃতীয় শ্রেণির ছাত্রকে শাসন করা হয়েছে।

হিমেল বলেন, আমার ভাতিজিকে মেরেছে। সে মাথা তুলতে পারছে না। এরপর আজকে এসে শুনলাম আবার ভাতিজিকে প্রেমের প্রস্তাব দেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশাদ নাহার বলেন, তিনি (শিক্ষক) এসে জিজ্ঞাসা করলো আমার স্কুলের বাচ্চাকে মারছেন কেনো। এটা বলতেই শার্টের কলার ধরে টানতে টানতে বাইরে নিয়ে গেলো।

  • সর্বশেষ
  • পঠিত