ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০১৯, ১৫:৩৬  
আপডেট :
 ২৩ মার্চ ২০১৯, ১৫:৩৯

শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী

ননএমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী। সংগঠনটির সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন নবী ডলার এ তথ্য নিশ্চিত করেছেন।

ডলার বলেন, শিক্ষা সচিবের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে , তিনি আশ্বস্ত করেছেন যে সমস্যা সমাধানের সরকার কাজ করছে। পর্যায়ক্রমে সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।

তিনি আরো বলেন, সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে আশ্বস্ত করেছেন। তাই আমরা চাই প্রধানমন্ত্রী অথবা তার কোন প্রতিনিধি আমাদের সঙ্গে বৈঠক করুক।

গত বুধবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন তারা। সারাদেশের বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ১০ থেকে ১৫ হাজার শিক্ষক ও কর্মচারী এ আন্দোলনে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণার পরও অজানা কারণে এখনও এমপিওভুক্তির বিষয়ে সুস্পষ্ট কোনো অগ্রগতি নেই। তাই দাবি পূরণের জন্য প্রধানমন্ত্রীই আমাদের একমাত্র অবলম্বন।’

শিক্ষকরা জানান, গত বছরের ৭ জুন সংসদে উপস্থাপিত বাজেটে এমপিওভুক্তির কোনো বরাদ্দ না থাকায় ১০ জুন থেকে লাগাতার আন্দোলন শুরু করেন তারা। টানা ৩২ দিন জাতীয় প্রেসক্লাবের সামনে তারা অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন করেন। গত বছর ১১ জুলাই তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়। পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয় অনলাইনে এমপিওভুক্তির জন্য আবেদন গ্রহণ করে। তবে এই এক বছরেও তারা অজ্ঞাত কারণে এমপিওভুক্ত হতে পারেননি।

গত বুধভার সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশন। কিন্তু পুলিশের বাধার মুখে তারা প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন।

পরে শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনের সঙ্গে সাক্ষাৎ করে আন্দোলনরত নন এমপিও শিক্ষকরা। তবে ওই আলোচনা সফল হয়নি।

শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, শিক্ষাসচিবের আহ্বানে আমরা ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল অফিসার্স ক্লাবে তার সঙ্গে দেখা করতে যাই। কিন্তু সচিব মহোদয় এমপিওভুক্তির ব্যাপারে সুনির্দিষ্ট কোনো আশ্বাস দিতে পারেননি। তাই আমরা ফিরে এসে ফের অবস্থান শুরু করেছি।

২০০৬ সাল থেকে একই দাবিতে ৩০তম বারের মতো আন্দোলন করছেন নন এমপিও শিক্ষকরা। তাদের দাবির মুখে ২০১০ সালে স্বীকৃতি প্রাপ্ত কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হলেও বাদ রয়ে যায় আরও পাঁচ হাজার ২৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০ হাজারের মতো শিক্ষক ও কর্মচারী।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত