ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

পদত্যাগ করেও ৫ বছর এমপিও সুবিধা নিয়েছেন তিনি!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০১৯, ১০:৩৮

পদত্যাগ করেও ৫ বছর এমপিও সুবিধা নিয়েছেন তিনি!

২০১৩ সালে পদত্যাগের পরেও পাঁচ বছরের বেশি সময় এমপিও ভোগ করেছেন এক শিক্ষক। মো. আমিনুল ইসলাম নামে ওই শিক্ষক পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ মহাবিদ্যালয়ের প্রভাষক।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অভিযোগটি তদন্ত শুরু করেছে বলে একটি সূত্র জানিয়েছে।

জানা গেছে, ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর পদত্যাগ করেন তিনি। কিন্তু ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত এমপিও চালু ছিল তার। এ ৬১ মাসে এমপিও তুলেছেন তিনি। নীরবে তুলে নিয়েছেন ১৭ লাখ ৬৪ হাজার টাকা।

৫ বছর পর পদত্যাগকৃত প্রভাষকের এমপিও ভোগের বিষয়টি জানতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ২০১৩ সালে পদত্যাগের পর মোট ৬১ মাসের এমপিওভোগ করেছেন তিনি বলে অভিযোগ উঠেছে।

সূত্র জানিয়েছে, ২০১৭ সালের নভেম্বর মাসে অভিযোগটি তদন্ত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে বলে শিক্ষা মন্ত্রণালয়। পদত্যাগের ৫ বছর পর এমপিও বন্ধ হয় প্রভাষক মো. আমিনুল ইসলামের। এখন বিষয়টি তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, গত ১৯ জুলাই বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের পরিচালককে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে এ কর্মকর্তাকে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত