ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৬ মিনিট আগে
শিরোনাম

ইবির নতুন ভিসি ড. শেখ আব্দুস সালাম

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৯

ইবির নতুন ভিসি ড. শেখ আব্দুস সালাম
অধ্যাপক শেখ আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শেখ আব্দুস সালাম।

মঙ্গলবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০’ এর ১০(১) ধারা অনুযায়ী এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, শেখ আব্দুস সালাম চার বছরের জন্য এই নিয়োগ পেয়েছেন। তিনি অবসরের আগের পদে প্রাপ্ত বেতন-ভাতার সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন তিনি।

শেখ আব্দুস সালাম বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়ুন:

> তিতুমীর কলেজ ‘সম্প্রসারণ’ চায় শিক্ষার্থীরা

> ঢাবিতে নুরদের অবাঞ্চিত ঘোষণা

> নতুন করে আলোচনায় জবি ছাত্রলীগ

> উপাচার্যের দায়িত্বে রেজিস্ট্রার, বশেমুরবিপ্রবির নিন্দা

> মুখ খুললেন মামুন, ধর্ষণ মামলা নিয়ে যা বললেন

> বশেমুরবিপ্রবি থেকে এবার স্যানেটারি ফিটিংস চুরি

> বিচারহীনতার কারণে ছাত্রলীগের অপকর্ম বাড়ছে

  • সর্বশেষ
  • পঠিত