ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

মৃত্যু কার কখন দুয়ারে আসে আমরা কেউ বলতে পারি না

  শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ০১ অক্টোবর ২০২০, ১৩:৫৩

মৃত্যু কার কখন দুয়ারে আসে আমরা কেউ বলতে পারি না

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) এ ঘটনা ঘটে।

আছিয়া আক্তার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়া সদরের নামুজা ইউনিয়নের মথুরা গ্রামে।

পরিবার সূত্রে জানা যায়, মেয়েটির নিজ এলাকায় প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের জের ধরেই বৃহস্পতিবার ফজরের নামাজের আগে ঘরের বারান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

মৃত্যুর আগে আছিয়া ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেন, ‘আমার ব্যবহারে কেউ কোনোদিন কষ্ট পেলে দয়া করে আমায় মাফ করবেন। কারণ, মৃত্যু কার কখন দুয়ারে আসে আমরা কেউ বলতে পারি না; আল্লাহ পাক সবাইকে ভালো রাখবেন।’

এ বিষয়ে মেয়ের বড় ভাই আল-আমিন গণমাধ্যমকে বলেন, ‘আমরা ইতোমধ্যে থানায় এসেছি। মামলার প্রস্তুতি চলছে।’

এর আগে চলতি বছরের ৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী তোরাবি বিনতে হক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত