ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

প্রমোশনের দাবিতে অনশনে ৭ কলেজের শিক্ষার্থীরা

  জবি প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২১, ২১:৩৮

প্রমোশনের দাবিতে অনশনে ৭ কলেজের শিক্ষার্থীরা
ছবি: প্রতিনিধি

তিন বিষয়ে প্রমোশনের দাবিতে অনশন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। তাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষে ১ মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করার কথা থাকলেও ৯ মাস পর রেজাল্ট প্রকাশ করে তাদের গণহারে অকৃতকার্য করছে। ‘আশ্বাস নয়, সমাধান চাই’, ‘উই ওয়ান্ট প্রমোশন’, ‘৩ বিষয়ে প্রমোশন চাই’, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ সহ নানান রকমের স্লোগান দিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

রোববার বেলা ১১টা থেকে পুরান ঢাকায় অবস্থিত কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের গেট অবরোধ করে বিক্ষোভ মিছিল কর্মসূচি এবং অনশন করছেন এসব শিক্ষার্থীরা।

এ সময় আন্দোলনের মুখপাত্র মাসুদ রানা বলেন, ‘কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার সাতদিনের মধ্যে আমাদের তিন বিষয়ে প্রমোটের ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও তেরোদিন পার হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি।’

আজকের মধ্যেই তিন বিষয়ে প্রমোশনের সিদ্ধান্ত না নেয়া হলে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান তারা।

কবি নজরুল কলেজের শিক্ষার্থী আতিক হাসান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এক বছর পর ফলাফল প্রকাশ করেছে। আমাদের ইংরেজি বিভাগে ২০০ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ৯ জন, বাকি সবাই ফেল।

নাম প্রকাশ না শর্তে একজন শিক্ষার্থী বলেন,‘প্রশাসন যা খুশি করতে পারে না। আমরা আমাদের অধিকার চাই।’

এ ব্যাপারে সাত কলেজের ফোকাল পয়েন্ট ও কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত