ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ঢাবির ৩ শিক্ষার্থী পেল ড. কুলসুম আবুল বাশার মজুমদার বৃত্তি

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ২২ মার্চ ২০১৮, ১৭:১৯

ঢাবির ৩ শিক্ষার্থী পেল ড. কুলসুম আবুল বাশার মজুমদার বৃত্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ৩য় ও ৪র্থ বর্ষ বি.এ. সম্মান শ্রেণিতে অধ্যয়নরত অসচ্ছল ও মেধাবী তিনজন শিক্ষার্থী পেয়েছেন ‘ড. কুলসুম আবুল বাশার মজুমদার বৃত্তি ২০১৭’।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রমেশ চন্দ্র (আরসি) মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ।

ড. কুলসুম আবুল বাশার মজুমদার বৃত্তিপ্রাপ্তরা হলেন- নাজমুল হক, ইসমাত জাহান সুখী ও মো. ইয়ার হোসেন সরদার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ড. কুলসুম আবুল বাশার মজুমদার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার ও ট্রাস্ট ফান্ডের দাতা বিভাগীয় সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদার বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন ডেপুটি রেজিস্ট্রার সাহেনা আক্তার।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের সাহায্যে ট্রাস্ট ফান্ডের দাতাদের এগিয়ে আসার যে মানসিকতা তা আরো বাড়ানোর আহ্‌বান জানান। //আরএস//

  • সর্বশেষ
  • পঠিত