ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

প্রিয়াঙ্কা চোপড়ার না দেখা দশ ছবি

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৮

প্রিয়াঙ্কা চোপড়ার না দেখা দশ ছবি

প্রিয়াঙ্কা চোপড়া ভারতীয় হিন্দি চলচ্চিত্রের একজন অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী। তিনি ২০০০ সালে মিস ওয়ার্ল্ড উপাধি লাভ করেন।

২০০২ সালে তামিল ঠামিজান চলচ্চিত্রের মাধ্যমে প্রিয়াঙ্কার অভিষেক হয়।

হিন্দি চলচ্চিত্রে তিনি সানি দেওলের বিপরীতে দ্য হিরো ছবির মাধ্যমে প্রবেশ করেন।

আরো পড়ুন: ক্যাটরিনার না দেখা দশ ছবি​

২০০৪ সালে আন্দাজ ছবির জন্য তিনি সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।

২০০৮ সালে তিনি ফ্যাশন ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।

২০১৬ সালে তিনি ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী অর্জন করেন এবং টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ ১০০ প্রভাবশালী নারী হিসেবে তালিকাভুক্ত হন।

প্রিয়াঙ্কা ১৯৮২ সালের ১৮ জুলাই ভারতের বিহারের (বর্তমানে ঝাড়খণ্ড) জামশেদপুরে জন্মগ্রহণ করেন।

তার পিতা অশোক চোপড়া এবং মাতা মধু চোপড়া দুজনেই ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসক।

তার পিতা পাঞ্জাবি এবং আম্বালার অধিবাসী ছিলেন। তার মাতা ঝাড়খণ্ডের অধিবাসী।

তার নানী মধ্য জ্যোৎস্না অখৌরি ছিলেন সাবেক বিহার মন্ত্রীসভার সদস্য এবং নানা মনোহর কিষাণ আখৌরি ছিলেন সাবেক কংগ্রেস রাজনীতিবিদ।

প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ তার থেকে সাত বছরের ছোট এবং পরিনীতি চোপড়া, মন্নরা চোপড়া ও মীরা চোপড়া তার চাচাত বোন।

সম্প্রতি প্রকাশিত ইনস্টাগ্রামে জনপ্রিয় সেলেব্রিটিদের তালিকায় দেখা গেছে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটদের পেছনে ফেলে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার ধরে রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার ইনস্টাগ্রামে ৫০ মিলিয়ন ফলোয়ার।

আরো পড়ুন: দীপিকার না দেখা দশ ছবি

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত