ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ঈদে রাকেশ বসু’র ৪ নাটক

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২১, ১৫:০৩

ঈদে রাকেশ বসু’র ৪ নাটক

ঈদকে ঘিরে প্রতিবছরই নির্মাতাদের ব্যস্ততা থাকে তুঙ্গে। সেই ধারাবাহিকতায় এবারও নির্মাতারা এই উৎসবকে ঘিরে নির্মাণ করেছেন বিশেষ নাটক। সেসব নির্মাতাদের ভিড়ে চার নাটক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় নির্মাতা রাকেশ বসু। নাটকগুলো হলো- ‘ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ’, ‘রক্ত’, ‘ভিতরে বাহিরে’, ও ‘এই মন তোমারই’।

আফরীন জামান লীনার গল্পে ‘ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ’ নাটকটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন আরটিভিতে, পরদিন রাত ১০টায় চ্যানেলটির ইউটিউবে অবমুক্ত হবে এটি। এখানে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ঋষি কৌশিক (কলকাতা), সাবিলা নূর, ফখরুল বাশার, মিলি বাশার, আনন্দ খালেদ, সীমান্ত প্রমুখ।

‘রক্ত’ নাটকটির গল্প লিখেছেন আফরীন জামান লীনা। এটি প্রচারিত হবে ঈদের চতুর্থ দ্বিতীয় রাত ১১. ০৫ মিনিটে আরটিভিতে, এরপর ২২ মে আরটিভির ইউটিউব চ্যানেলে রাত ১০টায় নাটকটি অবমুক্ত হবে। এখানে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর, নরেশ ভূইয়া, শিল্পী সরকার অপু প্রমুখ।

রাকেশ বসুর গল্পে ‘ভিতরে বাহিরে’ নাটকটি প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ৮টায় একুশে টেলিভিশনে। এখানে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা প্রমুখ।

আফরীন জামান লীনার গল্পে ‘এই মন তোমারই’ নাটকে অভিনয় করেছেন ঋষি কৌশিক (কলকাতা), তাসনিয়া ফারিণ, মিলি বাশার, আশরাফুল আলম প্রমুখ। এতি প্রচারিত হবে ঈদের সপ্তম দিন রাত ১০টায় আরটিভিতে, এরপর ২৩ মে বিকেল ৪টায় আরটিভির ইউটিউবে অবমুক্ত হবে এটি।

নির্মাতা রাকেশ বসু বলেন, এবার ঈদের জন্য নির্মাণ করা চারটি নাটকের গল্পই একদম ভিন্ন। গল্পে এবং চরিত্রে প্রত্যেককেই নতুনভাবে দেখতে পাবেন দর্শকরা। আমি চেষ্টা করেছি ভিন্নধর্মী কিছু করার। আশা করি দর্শকরা হতাশ হবেন না, ভালো কিছুই পাবেন।

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত