ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শনিবার বিকেল’

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৮

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শনিবার বিকেল’

মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে দুটি ইন্ডিপেন্ডেন্ট জুরি পুরস্কার পাওয়ার পর এবার দু’টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত-জার্মান ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’ ছবিটি। ছবিটি পরিচলানা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এরমধ্যে ছবিটি সিডনি চলচ্চিত্র উৎসবেও অংশ নিয়েছে।

এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ বুসান ফিল্ম ফেস্টিভ্যাল এবং হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে ‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’ ছবিটি। তিনটি প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে জাজ মাল্টিমিডিয়া ছবিটির নতুন এই খবর নিশ্চিত করেছে।

জানা যায়, ৩ অক্টোবর শুরু হয়ে ১৭ অক্টোবর শেষ হবে বুসান ফিল্ম ফেস্টিভ্যাল। এ উৎসবে যোগ দিতে মোস্তফা সরয়ার ফারুকী ৪ অক্টোবর বুসান যাচ্ছেন। হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালও একই মাসে অনুষ্ঠিত হবে।

বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীরা চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানি প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/ আইএন

  • সর্বশেষ
  • পঠিত