ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

উপমন্ত্রী নওফেলের ভাইয়ের পর মা করোনায় আক্রান্ত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২০, ০১:৩৪  
আপডেট :
 ১৩ মে ২০২০, ০১:৪১

উপমন্ত্রী নওফেলের ভাইয়ের পর মা করোনায় আক্রান্ত

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী বেগম হাসিনা মহিউদ্দিনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নওফেলের ছোট ভাইবোরহানুল এইচ চৌধুরী সালেহীনের দেহে করোনা শনাক্ত হয়। এর দুইদিন পরই তাদের মায়ের দেহে করোনা শনাক্ত হলো।

মঙ্গলবার ফৌজদারহাটের বিআইটিআইডির ল্যাবে করা নমুনা পরীক্ষায় হাসিনা মহিউদ্দিনের করোনা শনাক্ত হয়। সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

এছাড়া একই দিন চট্টগ্রামে চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় মোট ৮৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সিভিল সার্জন জানান, মঙ্গলবার বিআইটিআইডি-তে ২৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১টি নমুনা করোনা পজিটিভ শনাক্ত হয়। ৩১ জনের মধ্যে ২৭ জন চট্টগ্রাম জেলার, বাকি চার জন অন্য জেলার। মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ১২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫১ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তারা সবাই চট্টগ্রাম জেলার। এদের মধ্যে ৪৭ জন নগরীর, অন্যরা জেলার বিভিন্ন উপজেলার।

তিনি আরও জানান, এছাড়া সোমবার চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে আরও ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। ওই সব নমুনার মধ্যে ২০ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। তাদের দু'জন চট্টগ্রাম জেলার। বাকি ১৮ জন অন্য জেলার বাসিন্দা। চট্টগ্রামের তিনটি ল্যাবের বাইরে মঙ্গলবার কক্সবাজার ল্যাবে চট্টগ্রামের ৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। সেখানে আরও পাঁচ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত