ঢাকা, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ফের উত্তাল দিল্লি, মুম্বাইয়ে পাল্টাপাল্টি মিছিল

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১৯, ২১:২৫  
আপডেট :
 ২৭ ডিসেম্বর ২০১৯, ২১:২৮

উত্তাল দিল্লি, মুম্বাইয়ে পাল্টাপাল্টি মিছিল
ফাইল ছবি

ভারতে ফের উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লি। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শীত উপেক্ষা করে বিভিন্ন জায়গায় একাধিক সংগঠন বিক্ষোভ করেছে। অন্যদিকে মুম্বাইয়ে নতুন নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে দু’টি বিপরীতধর্মী মিছিল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, দক্ষিণ মুম্বইয়ের আজাদ ময়দানে শুক্রবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে সামিল হয় শিক্ষার্থী ও সমাজকর্মীরা। আর এর চার কিলোমিটার দূরের একটি ময়দানে এ আইনের সমর্থনে বিপুল জনসমাগম হয়।

সদ্য ভারতের মন্ত্রিসভায় ছাড়পত্র পাওয়া জাতীয় জনসংখ্যাপঞ্জী (এনপিআর) নিয়ে বিক্ষোভে সামিল হওয়া এক শিক্ষার্থী বলেন ‘এনপিআর জাতীয় নাগরিকপঞ্জীর (এনআরসি)প্রথম ধাপ। আমাদের বোকা বানানো হচ্ছে। প্রতিবাদ থামবে না। যতদিন না এই আইন বাতিল হচ্ছে আন্দোলন চলবে।’

আজাদ ময়দানের বিক্ষোভে বহু অভিনেতা এবং তারকারাও যোগ দেন। এর বিপরীতে কাছের আগস্ট ক্রান্তি ময়দানে নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিল বের হয় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বে।

মুম্বাই ও দিল্লি ছাড়াও শুক্রবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিল হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতায়।

কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেশটিতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। সংবেদনশীল জায়গাগুলোতে টহল দিচ্ছে পুলিশ।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত