ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

কমলনাথের পদত্যাগ, মধ্যপ্রদেশ দখলের পথে বিজেপি

কমলনাথের পদত্যাগ, মধ্যপ্রদেশ দখলের পথে বিজেপি
কমলনাথ

অবশেষে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন কংগ্রেস নেতা কমলনাথ। সূত্র: আনন্দবাজার

শুক্রবার ভোপালে এক সংবাদ সম্মেলনে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন কমলনাথ।

সেখানে তিনি বলেন, ‘কোনওকালেই লেনদেনের রাজনীতির অংশ ছিলাম না আমি। দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক জীবনে কেউ এ নিয়ে আমার দিকে আঙুল তুলতে পারবেন না।’

সংবাদ সম্মেলন শেষ করেই রাজ্যপাল লালজি টন্ডনের কাছে পদত্যাগপত্র জমা দিতে যান তিনি।

সুপ্রিম কোর্টের নির্দেশে এ দিনই মধ্যপ্রদেশ বিধানসভায় আস্থাভোট হওয়ার কথা ছিল। কিন্তু তার কয়েক ঘণ্টা আগেই সরে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে কংগ্রেসকে হটিয়ে সেখানে সরকার গঠন করা সহজ হলো মোদির দল বিজেপির পক্ষে।

সংবাদ সম্মেলনের বিজেপির ওপর ক্ষোভ প্রকাশ করে কমলনাথ বলেন, পাঁচ বছরের জন্য জনগণ তাদের ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু বিজেপি গণতন্ত্রকে হত্যা করেছে। জোর করে তাদের বিধায়কদের আটকে রেখেছে।

তার অভিযোগ, বেঙ্গালুরুতে কংগ্রেস বিধায়কদের পণবন্দি করে রাখা হয়েছে। সত্যিটা সামনে আসবেই। যারা এই ঘটনা ঘটাচ্ছে মানুষ তাদের ক্ষমা করবেন না।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছাড়ার পরই তার অনুগামী ২২ জন কংগ্রেস বিধায়ক ইস্তফা দেন। এ ঘটনার পর থেকে বেঙ্গালুরুর একটি রিসোর্টে অবস্থান করছেন তারা।

কমলনাথের দাবি, জ্যোতিরাদিত্যর সঙ্গে ষড়যন্ত্র করে বিজেপিই এই ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, ‘আমার সরকারকে উৎখাত করতে মহারাজার সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছে বিজেপি।’

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত