ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

অভিনব কায়দায় কোয়ারেন্টাইনে ৭ যুবক

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২০, ০৮:৪৮

অভিনব কায়দায় কোয়ারেন্টাইনে ৭ যুবক

করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ার পর অনেক অবাক কাণ্ড ঘটে চলেছে এই দুনিয়ায়, কিন্তু পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় ঘটল এক বিরল ঘটনা।

পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলের ভাঙ্গিডিহি গ্রামে সাত যুবক চেন্নাই থেকে ফেরেন এক সপ্তাহ আগে। গ্রামের মানুষরা করোনা আতঙ্কের কারণে তাদেরকে গ্রামে ঢুকতে দিতে চাননি, সেই সময়ে গ্রামের কিছু মানুষ পরামর্শ দিলেন, গ্রামের বাইরে গাছে ওঠে থাকবেন ওই সাত যুবক।

মাচা বেঁধে দেওয়া হলো বড় আমগাছের সঙ্গে। দেওয়া হলো মশারি এবং স্টোভ যাতে ওরা চাইলে চা বানিয়ে খেতে পারে। শালপাতায় দিনের আর রাতের খাবার গ্রামের লোকেরা পৌঁছে দিতেন ওই যুবকদের।

গ্রামের এক পঞ্চায়েত সদস্য বলেন, আমাদের এই অঞ্চলে হাতির খুব উৎপাত। তাই গাছে মাচা পেতে থাকে অনেকেই। ওই যুবকরাও থাকছিল।

কিন্তু আজব এই ঘটনার গিয়ে পোঁছায় জেলা প্রশাসনের কাছে। কি আর করার, ১৪ দিনের আগেই গাছ থেকে নেমে আসতে হলো ওই যুবকদের।

পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার বলেন, ওই যুবকদের গাছ থেকে নামিয়ে আনা হয়েছে। এবং তাদেরকে স্বাস্থ্য দপ্তরের একটি সেন্টারে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন রাখা হয়েছে।

গাছ থেকে নামার পরে ওই যুবকরা সাংবাদিকদের বলেন, গাছে থাকার অভ্যাস ছোটবেলা থেকেই তাই বেশি অসুবিধা হয়নি। তবে ছয় মাস পরে গ্রামে ফিরে নিজের লোকেদের সঙ্গে দেখা না করে গাছে থাকতে হচ্ছিল বলে একটু মন খারাপ লাগছিল।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত