ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

মৃত্যুপুরী বিশ্ব: করোনায় মৃত্যু ৪২ হাজার, আক্রান্ত সাড়ে ৮ লাখ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ০০:৫৬  
আপডেট :
 ০১ এপ্রিল ২০২০, ০৬:০৫

মৃত্যুপুরী বিশ্ব: করোনায় মৃত্যু ৪২ হাজার, আক্রান্ত  সাড়ে ৮ লাখ

গত ৩ মাসে করোনার ছোবলে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়াল। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৪২ হাজার ১শ ৭ জন প্রাণ হারিয়েছেন। শুধু গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ হাজার ৩ শ জনেরও বেশি।

এছাড়া মহামারী আকার ধারণ করা এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ লাখ ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যমতে গত ২৪ ঘণ্টায় ৭২ হাজার ১শ ৭৯ জনের নতুন আক্রান্তের ঘটনায় এ পর্যন্ত আক্রান্ত মোট ৮ লাখ ৫৬ হাজার ৯শ ১৭ জনে দাঁড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের হিসেবে, ১ লাখ ৭৭ হাজার ১৪১ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসায় সুস্থ্য হয়ে উঠেছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে ৩২ হাজার ২শ ৯৭ জনের অবস্থা আশঙ্কাজনক। যা আক্রান্তের শতকরা ৫ ভাগ।

প্রায় ২ মাসের বেশি সময় আক্রান্তের সংখ্যায় সবার উপরে ছিল চীন। তবে গত দু’সপ্তাহেই সবাইকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এপর্যন্ত মোট ১ লাখ ৮৭ হাজার ৩৪৭ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে সাড়ে ৩ হাজার ৮শ জনেরও বেশি।

করোনায় গত এক মাসেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। দেশটিতে এপর্যন্ত ১২ হাজার ৪২৮ জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৭৯২ জন।

ভয়াবহ অবস্থা স্পেনেরও। দেশটিতে ৯৪ হাজার ৪১৭ জন আক্রান্ত ও ৮ হাজার ২৬৯ জন মারা গেছেন। চীনে এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫১৮ জন, মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৫ জনের। এছাড়া, জার্মানি, ইরান, ফ্রান্স, যুক্তরাজ্যও ভয়াবহ করোনা মহামারিতে ভুগছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত