ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

ইতালিতে একদিনে মৃত্যু ৭৬৬, আক্রান্ত ৪ হাজারের বেশি

ইতালিতে করোনায় মৃত্যু ১৪ হাজার ছাড়ালো

করোনাভাইরাসের ভয়ঙ্কর থাবায় পুরোপুরি বিধ্বস্ত ইতালি। প্রতিদিনই মরছে শয়ে শয়ে মানুষ। আর আক্রান্ত হচ্ছে হাজার হাজার। শুক্রবার গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৭৬৬ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ১৪ হাজরের বেশি অর্থাৎ ১৪ হাজার ৬৮১ জন।

বিশ্বের করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে ইউরোপের এই দেশটিতেই করোনায় মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ। বলা হয়ে থাকে, ইতালিতে বয়স্ক মানুষের সংখ্যা বেশি বলেই সেখানে এত বেশি মানুষ মারা যাচ্ছে।

শুক্রবার ইতালিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪ হাজার ৫৮৫ জন মানুষ। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৮২৭ জন।

এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯ হাজার ৭৫৮ জন। এখনও চিকিৎসাধীন আছেন আরও ৮৫ হাজার ৩৮৮ জন, যাদের মধ্যে ৪ হাজারের বেশি রোগীর অবস্থা আশঙ্কাজনক।

ইতালিতে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন লোম্বার্ডি অঞ্চল। করোনার বিস্তার ঠেকাতে দুই সপ্তাহের বেশি সময় ধরেই গোটা ইতালি অবরুদ্ধ।

ইতিমধ্যে লকডডাউনের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। ফলে সে দেশের মানুষজন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে পারছেন না।

এদিকে ইতালিতে করোনায় মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বিশেষজ্ঞরা বলছেন, দেশটি খুব দ্রুতই করোনা সংক্রমণের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাবে। এরপর থেকেই সেখানে করোনার প্রকোপ কিছুটা কমতে শুরু করবে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত