ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

‘করোনা ছড়াতে পারে, আগে থেকেই জানত চীন’

‘করোনা ছড়াতে পারে, আগে থেকেই জানত চীন’

যুক্তরাষ্ট্র মনে করে বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ার জন্য চীনই দায়ী। একাধিকবার সেকথা উল্লেখ করেছে ওয়াশিংটন। এবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর দাবি, ২০১৯ সালের নভেম্বর থেকেই করোনা ভাইরাসের ব্যাপারে জানত চীন। কিন্তু এরপরও তারা বিশ্বকে কোনও তথ্য বা সাবধানবাণী দেয়নি। যার জেরে এই ভাইরাস এত তীব্র আকার নিয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ চীনের দেওয়া তথ্যে স্বচ্ছতার অভাব রয়েছে। কারণ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা প্রথম ঘটে নভেম্বরে, যা চীন গোপন রেখেছিল। এরপর ডিসেম্বর থেকে সংখ্যাটা বাড়তে থাকে।

মাইক পম্পেও দাবি করেন, তখন ব্যবস্থা নিতে চীন এতটাই দেরি করে ফেলেছিল, যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি। গোটা বিশ্বকে বিপদের মুখে ফেলে দিয়েছে বেইজিং।

তার অভিযোগ, প্রথম করোনা আক্রান্ত হওয়ার ঘটনাকে উপেক্ষা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও সমস্যার মুখে ফেলে দেওয়া হয়েছে।

কোনও কূটনৈতিক খেলায় মেতে একের পর এক অদ্ভুত তথ্য দিচ্ছে চীন, সেটি বের করাও মুশকিল।

উহান, যেখান থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে, সেখানে এখন মাত্র দুজন করোনা আক্রান্ত রয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান চাইনিজ সেন্টার অফ ডিজিড প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের মুখপাত্র মি ফেং।

তবে চীনের কিছু জায়গায় এখনও সংক্রমণের আশঙ্কা থেকে গিয়েছে বলে জানিয়েছেন মি ফেং। তার উৎস খুঁজে বের করার কাজ চলছে, যাতে নতুন করে কেউ সংক্রামিত না হন।

এদিকে যুক্তরাষ্ট্র মাথার ওপর থেকে আর্থিক সাহায্য সরিয়ে নেওয়ার পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশে দাঁড়াতে চেয়েছে চীন। ৩০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়ার সংস্থাটিকে প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, চীনে করোনা মহামারি ছড়িয়ে পড়াকে বিশ্বের কাছে সঠিক গুরুত্বের সঙ্গে তুলে ধরতে ব্যর্থ হয়েছে হু। বিশ্বব্যাপী করোনার বিস্তারে হু-এর অস্বচ্ছ ভূমিকা রয়েছে। চীনের দেওয়া তথ্যের ওপর নির্ভর করে এগোনোর ফলে বিশ্বে করোনা হানার ভয়াবহতা ২০ গুণ বেশি বেড়েছে, যা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।

আর এসব অভিযোগ তুলেই সম্প্রতি সংস্থাটির আর্থিক অনুদান বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত