ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

বেলারুশ নিয়ে ট্রাম্পের নিরবতার সমালোচনা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৭  
আপডেট :
 ২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:০২

বেলারুশ নিয়ে ট্রাম্পের নিরবতার সমালোচনা

বেলারুশে গণতান্ত্রিক আন্দোলনের ওপর বর্তমান স্বৈরশাসনের নির্যাতনের বিষয়ে নিরব থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। দেশটিতে বর্তমান সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন থেকে ১২ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। খবর রয়টার্সের।

প্রেডিসেন্ট নির্বাচনে কারচুরি অভিযোগে ফলাফল ঘোষণার পর থেকেই দেশটিতে বিক্ষোভ শুরু হয়। বর্তমান প্রেসিডেন্ট আলেক্সান্ডার লোকাসেনকুর পদত্যাগ দাবি করছেন বিরোধীরা। আন্দোলনকে সমর্থন করে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন বাইডেন। তবে এখন পর্যন্ত ট্রাম্পের পক্ষ থেকে এ বিষয়ে কোন বক্তব্য দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রে বৈষম্যবিরোধী আন্দোলন ও পুলিশি পদক্ষেপ নিয়ে বিতর্কে জড়িয়েছেন মার্কিন নির্বাচনে অংশ নেয়া এই দুই প্রেসিডেন্ট প্রার্থী।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত