ঢাকা, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

কোয়ারেন্টাইন থেকে ভালো থাকার বার্তা মেলানিয়ার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২০, ১৬:৪২  
আপডেট :
 ০২ অক্টোবর ২০২০, ১৭:৪৯

কোয়ারেন্টাইন থেকে ভালো থাকার বার্তা মেলানিয়ার

করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ নিজের ভালো থাকার কথা জানিয়েছে ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। ব্রিটিশি গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

আরো পড়ুন: ফার্স্টলেডি মেলানিয়া ও ট্রাম্প করোনায় আক্রান্ত

শুক্রবার এক টুইটে মেলানিয়া ট্রাম্প বলেন, এ বছর যুক্তরাষ্ট্রে বহু মানুষকে এ অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। পরীক্ষায় করোনা পজিটিভ আসার পর আমি এবং প্রেসিডেন্ট ট্রাম্প বাড়িতে কোয়ারেন্টাইনে আছি। আমরা এখনও ভালো বোধ করছি। তবে আগামী কয়েক দিন আমার যেসব কাজ করার কথা ছিলো, সেগুলো আমি স্থগিত করেছি। দয়া করে বাড়িতে থাকুন এবং আমরা সবাই একসঙ্গে এ পরিস্থিতির মোকাবেলা করব।

আরো পড়ুন: বয়স-ওজনে বড় ঝুঁকিতে ট্রাম্প

এদিকে হোইট হাউসের চিকিৎসক শন কনলিও এক বিবৃতিতে প্রেসিডেন্ট এবং ফার্স্টলেডির ভালো থাকার খবর দিয়েছেন। কনলি বলেন, এখনও তারা দুজনই ভালো আছেন। তারা হোয়াইট হাউসে নিজের বাসগৃহে কোয়ারেন্টাইনে আছেন।

আরো পড়ুন: যে নারীর সংস্পর্শে করোনা আক্রান্ত ট্রাম্প!

ট্রাম্প ও মেলানিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর বৈশ্বিক রাজনীতিকে দারুণ ঝাঁকুনি দিয়েছে। মাত্র এক মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এ সময়ে ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়া অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। পুরো বিশ্বের মনোযোগ এখন সেদিকেই। ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্প।

আরো পড়ুন: ট্রাম্পের সুস্থতা কামনায় বিশ্বনেতারা

আরো পড়ুন: ট্রাম্পের সুস্থতা কামনায় বিশ্বনেতারা

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত